আবুল কালাম আজাদ,উখিয়া থেকে:
কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা বেগম (৫০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ১৭ মে সকাল আনুমানিক ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি গুচ্ছগ্রাম সংলগ্ন ছৈয়দ আলম সওদাগরের মুদি দোকানের সামনে অভিযুক্ত আব্দু ছালাম (৩৭) তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অতর্কিতে তার ওপর হামলা চালান।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আব্দু ছালাম বাদিনী আয়েশা বেগমের চুল ও কাপড় ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে বুকে ও পেটে কিল-ঘুষি ও লাথি মারেন, এতে তিনি গুরুতর জখম হন।
বাদিনীর শৌর চিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। যাওয়ার সময় অভিযুক্ত ছালাম প্রকাশ্যে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় বাদিনীর বাম কানে থাকা ২ আনা ওজনের একটি স্বর্ণের দুল খোয়া যায় বলেও দাবি করেন তিনি।
পরবর্তীতে আত্মীয়স্বজনের সহায়তায় আয়েশা বেগম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসার কাগজপত্রসহ তিনি উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।
Leave a Reply