মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি বিশেষ অ’ভি’যা’নে ৮১ বোতল অবৈধ ভারতীয় মদসহ এক যুবককে আ’ট’ক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতিকিলা এলাকায় অ’ভি’যা’ন’টি পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নিয়ে একটি সন্দেহজনক অটোরিকশা তল্লাশি করে। তল্লাশিকালে অটোরিকশার ভেতর পেপার কাগজে মোড়ানো অবস্থায় ভারতীয় তৈরি ৮১ বোতল ice VODKA নামীয় বিলাতী মদ উ’দ্ধা’র করা হয়।
উ’দ্ধা’র’কৃ’ত মদের পরিমাণ ও বিবরণ নিম্নরূপ: ৭৫০ মিলি.লিটার করে ৬০ বোতল (মোট ৪৫ লিটার), ৩৭৫ মিলি.লিটার করে ২১ বোতল (মোট ৭.৮৭৫ লিটার), সর্বমোট: ৫২ লিটার ৮৭৫ মিলি.লিটার বিলাতী ম’দ।
এসময় ঘটনাস্থল থেকে একটি নম্বরবিহীন অটোরিকশাও জ’ব্দ করা হয়। উ’দ্ধা’র’কৃ’ত মা’দ’ক’দ্র’ব্য বাজারমূল্য প্রায় ৩,৩২,০০০ টাকা বলে জানা গেছে। অ’ভি’যা’নে আ’ট’ক ব্যক্তি হলেন মোঃ হৃদয় মিয়া (২৬), পিতা- আব্দুল মালেক মিয়া ও মাতা- মোছাঃ অজুপা আক্তার, সাং- কালিহালা, ইউনিয়ন- কলমাকান্দা সদর, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা।
ঘটনার বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক মোঃ খসরু আল মামুন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নেত্রকোনা জেলা মা’দ’ক’দ্র’ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মা’দ’কে’র বি’রু’দ্ধে এ ধরনের অ’ভি’যা’ন অব্যাহত থাকবে।