June 22, 2025, 3:01 am

উখিয়া সিবিও এনজিও এ্যালায়েন্স – UCNA এর এগারো দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, May 19, 2025
  • 22 Time View

উখিয়া প্রতিনিধি:

রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে হোস্ট কমিউনিটির অধিকারের প্রশ্নে উখিয়া সিবিও এনজিও এ্যালায়েন্স (UCNA) এর পক্ষ থেকে উত্থাপিত এগারো দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

উখিয়ায় অনুষ্ঠিত এ সংলাপে UCNA এর পক্ষ থেকে এগারো দফা দাবি উপস্থাপন করেন হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক ও UCNA এর সভাপতি আবুল কাশেম।

তিনি বলেন, “রোহিঙ্গাদের আগমনে স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হোস্ট কমিউনিটির জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা ও সুরক্ষা এখন সময়ের দাবি।”

দাবিগুলোর মধ্যে রয়েছে— রোহিঙ্গাদের জন্য আসা মানবিক সহায়তার ৩০ শতাংশ হোস্ট কমিউনিটির জন্য বরাদ্দ নিশ্চিত করা, স্থানীয় প্রকল্পগুলো স্থানীয় সংস্থা দ্বারা বাস্তবায়ন, হোস্ট কমিউনিটিকে জিআরপি’তে অন্তর্ভুক্ত করা, বাইপাস সড়ক নির্মাণ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, উখিয়া-টেকনাফে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত সহায়তা, এবং সম্প্রীতি রক্ষায় কার্যকর পরিষদ গঠন ও স্বীকৃতি প্রদান।

এছাড়া, বিদেশি সংস্থাগুলোর সরাসরি ক্যাম্পে কার্যক্রমে নিষেধাজ্ঞা, হুন্ডির মাধ্যমে কার্যক্রমে বাধা, অধিকারভিত্তিক প্রকল্পে স্থানীয় সিবিও-এনজিওদের সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সংস্থার পরিদর্শনে হোস্ট কমিউনিটির উপস্থিতি নিশ্চিত করার দাবিও তোলা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করেন উপজেলা আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, মাওলানা আবদুর রহিম, মাওলানা আবুল হোসেন, মাস্টার মুহাম্মদ হাশেম, মোহাম্মদ ইউনুছ ও মনজুর আলম।

UCNA’র পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, রাকিব আল হাসান, রাশেদুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, মারজুদুর রহমান আয়াত, নুর মোহাম্মদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মনজুর আলম, খোরশেদ আলম বাবু, আব্দুর রহমান প্রমুখ।

সংলাপে অংশগ্রহণকারীরা রোহিঙ্গা সংকট নিরসনে স্থানীয় জনগণের দাবিকে যথাযথ ও সময়োপযোগী উল্লেখ করে এগুলোর বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories