নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ
মেহেদী হাসান অন্তর, জেলা প্রতিনিধি, নওগাঁঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর শুটিকালি তলা মন্দির ও আলফার মোড় খিদির পুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে আজকে বিকেল সাড়ে পাঁচ টায় এ কর্মসূচি পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমীয় সরকারসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।#