মো: রাজিবুল ইসলাম বাবু নাটোর প্রতিনিধি:-
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর মোড় থেকে জামনগর বাজার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। তিনি বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।
এসময় ইয়াসির আরশাদ রাজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা জাতির মুক্তির সনদ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। নতুন বাংলাদেশ গড়তে হলে এই ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী মন্ডল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মান্নাফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও মো. হাফিজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুর রহমান দুখু, জামনগর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তসলিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।