মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোণা জেলা কারাগার পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি নেত্রকোণা জেলা কারাগার পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনের সময় তিনি বন্দিদের জন্য থাকা খাবার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ ছাড়া সাক্ষাৎ প্রার্থী মায়েদের জন্য তৈরি করা ব্রেস্ট ফিডিং কর্ণার (দুধপান কর্ণার) উদ্বোধন করেন তিনি। সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো শুনেন। এ সময় তিনি জানার চেষ্টা করেন, কীভাবে এই সেবাগুলো আরও উন্নত করা যায়। জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা কারাগারের জেল সুপার মোঃ আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান এবং কারাগারের ভারপ্রাপ্ত জেলার মোহাম্মদ আবু সাদ্দাত। এই পরিদর্শনের মাধ্যমে জেলার নবাগত প্রশাসক কারাগারের উন্নয়নে তার আগ্রহ এবং দায়িত্বশীল মনোভাবের প্রকাশ ঘটান।