কক্সবাজার প্রতিনিধি:
হেলপ কক্সবাজার এনজিও’র চীফ কো-অর্ডিনেটর আব্দু রহিম বাবুকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি) এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এ দায়িত্ব অর্পণ করেন হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর আব্দু রহিম বাবু বলেন, “হেলপ কক্সবাজার এনজিও প্লাটফর্মে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। এনজিও প্লাটফর্মের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
এসময় হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, “সংগঠনের কাজকে আরও গতিশীল করার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করা হয়েছে। আশা করি, তিনি দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।”
ডিএলডিসি’র সাধারণ সম্পাদক মো: হোসেন সুমন বলেন, “কক্সবাজারে মানবসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে হেলপ কক্সবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এ ধারা আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস।”
মানবাধিকার কর্মী জামাল বলেন, “সমাজের বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। হেলপ কক্সবাজারের এ উদ্যোগ প্রশংসনীয়।”
আইসিটি সভাপতি জাফর আলম বলেন, “তথ্যপ্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে এনজিও কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব। আমরা সর্বোতভাবে সহযোগিতা করবো।”
হেলপ আইটি এডমিন মো: ইউছুফ আলী বলেন, “সংগঠনের অনলাইন কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রতিনিধির নেতৃত্বে কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।”
👉 হেলপ কক্সবাজার পরিবার নতুন জেলা প্রতিনিধিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।