পিপলু মারমা, বান্দরবান:
অদ্য ০৯/০৯/২০২৫ কেন্দ্রীয় বিএনপির সম্মানিত উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব, জনাব, জাবেদ রেজা, যুগ্ন আহবায়ক জনাব, লুসাই মং মারমা, সদস্য চনুমং মারমা ও সদস্য উম্যাসিং মারমা, সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রুমা উপজেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতা-কর্মীবৃন্দ মত বিনিময় সভা করেছেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা জাবেদ রেজা বলেন, “সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বৌদ্ধ ঐক্য ফ্রন্টের অবদান প্রশংসনীয়।

”
অন্যদিকে রুমা উপজেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ জেলা নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সব সময় জনগণের পাশে আছি এবং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকবো।”
সভায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে বিএনপির আন্দোলন কে বেগবান করতে হবে। বৌদ্ধ সম্প্রদায়ের নেতা-কর্মীরা একযোগে মাঠে থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাবেন বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

চনুমং তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ সংগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জেলা বিএনপির সদস্য সচিব জনাব, জাবেদ রেজা জনগণকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন তাই জাবেদ রেজার হাতকে শক্তিশালী করতে হবে বলে জানান বাবু চনুমং মারমা । এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জাতীয়তাবাদী ঐক্য ফ্রন্টের আহবায়ক জনাব, নুথোয়াইচিং মারমা,সদস্য সচিব, জনাব,আনন্দ তংচঙ্গ্যা, রুমা উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফ্রন্টের আহবায়ক বাথোয়াইচিং মারমা,সদস্য সচিব জনাব, চৌসিঅং মারমা যুগ্ন সম্পাদক জনাব, উশৈসিং মারমা সহ রুমা উপজেলা ঐক্যফ্রন্টের নেতা-কর্মী বৃন্দ।
সভা শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।