“তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক”—এই প্রত্যাশা নিয়ে নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন চান উদীয়মান তরুণ নেতা মাসুদ হাসান তুহিন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তুহিন এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকেছেন। শিক্ষার্থী ও তরুণদের সংগঠিত করা, গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনা এবং সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত নানা কর্মসূচি চালিয়ে আসছেন তিনি।
তুহিনের ভাষায়, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের হাতে। তাদের প্রথম ভোট যদি ধানের শীষে পড়ে, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সফল হবে, আর মানুষ মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
রাজনৈতিক গুরুত্বের কারণে নওগাঁ সদর-৫ আসন সবসময় আলোচনায় থাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখানকার জনগণ নতুন, সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে।
দলীয় নেতাকর্মীদের মতে, তুহিনের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতা মাঠে সক্রিয় থাকলে বিএনপি এ আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। স্থানীয় ভোটারদেরও ধারণা, তুহিনের নেতৃত্ব তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।