মোঃ খান সোহেল
নেত্রকোন
নেত্রকোনা জেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ ডিজিটাল যুগে স্বাক্ষরতার প্রসার প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। আলোচনায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
আলোচনা সভায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, প্রথাগত শিক্ষায় সুশিক্ষিত হওয়ার পাশাপাশি প্রয়োগিক দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করতে হবে।