মো: ইউছুফ আলী,নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার:
কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগদান করতে যাচ্ছেন তাসনীম জাহান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি তার বদলির আদেশ জারি হয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।
জানা গেছে, জেলা প্রশাসনের মানব সম্পদ ও উন্নয়ন শাখায় বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর আগে এই শাখার দায়িত্বে ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক প্রশাসক রুবাইয়া আফরোজ। তার বদলির পর এ দায়িত্ব নিজাম উদ্দিন আহমেদের ওপর ন্যস্ত হয়।
তাসনীম জাহান যোগদানের পর মানব সম্পদ ও উন্নয়ন শাখার দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এর আগে তিনি খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।