পিপলু মারমা, বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৭২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। কৃষকদের হাতে সার, উন্নত মানের বীজ, ঢেউটিন, স্প্রে মেশিন ও বিভিন্ন কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্যনির্বাহী কর্মকর্তা (উপসচিব)মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খামলাই ম্রো, লাল জার লম বম ও মো. নাছির উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ও উপকরণের বিকল্প নেই। কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করণের মাধ্যমে বান্দরবানের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
উপকরণ গ্রহণ শেষে কৃষকরা খুশি হয়ে জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে পাহাড়ি কৃষকরা আরও এগিয়ে যাবে এবং দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।