কক্সবাজারের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক অনাড়ম্বর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ স্মরণে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তৃতা ও কবিতা পরিবেশন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনের শিক্ষা ও নৈতিকতা আমাদের অনুসরণ করা উচিত। শিক্ষার্থীদের মধ্যে সেই আদর্শ জাগ্রত করতেই এই আয়োজন।”
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব মানবতার শান্তি, শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন ও দেশের মঙ্গল কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়।