কক্সবাজার প্রতিনিধি:
ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লারপাড়া এলাকায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পানি চলাচলের ড্রেনের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। এতে বর্ষাকালে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে ড্রেন উপচে রাস্তায় পানি ছড়িয়ে পড়ে। ফলে এলাকার শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়ে আসছিল।
স্থানীয়ভাবে একাধিকবার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলেও পুরোপুরি সফলতা আসেনি। তবে কয়েকজন সচেতন ব্যক্তি নিজেরাই স্বেচ্ছায় ড্রেনের ওপর নির্মিত স্থাপনা অপসারণ করে উন্মুক্ত করে দেন। কিন্তু কিছু ব্যক্তি অবৈধ স্থাপনা না সরানোয় ১৫ মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, ঝিলংজা ইউনিয়ন পরিষদ জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৪ জন অবৈধ দখলদারকে ১০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে আগামী তিন দিনের মধ্যে অবশিষ্ট সব অবৈধ স্থাপনা সরিয়ে ড্রেন উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।
এসময় এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
Leave a Reply