নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ ও চ্যাম্পিয়ন ট্রপি ধরে রাখার লক্ষে জেলার নয় উপজেলায় চলছে প্রস্তুতিমূলক নানা আয়োজন।
টুর্ণামেন্টের চ্যাম্পিয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মহেশখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্।
সভায় উপজেলা ফুটবল দল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এর ধারাবাহিকতা রক্ষা করতে প্রয়োজনীয় অনুশীলন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক আমিনুল হক, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, টুর্ণামেন্টে অংশগ্রহণে টিম গঠনের লক্ষ্যে আজ উন্মুক্ত ট্রায়ালে যাচ্ছে উখিয়া উপজেলা দল। বিকেল তিনটায় রাজা পালং ইউনিয়নের পাতাবাড়ি খেলার মাঠে ক্রীড়া সরঞ্জামসহ নির্ধারিত সময়ে ট্রায়ালে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন।