June 22, 2025, 2:30 am

Reporter Name
  • Update Time : Thursday, May 15, 2025
  • 82 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

“উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়ায়, দাবী আদায়ে আওয়াজ তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫মে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্তর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনটি জনস্রোতের রুপ নেয়।

মানববন্ধন চলাকালে থানা মোড় চত্তরে শেরপুর প্রেসক্লাবে সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সুবিধা বঞ্চিত ও পিছিয়েপড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প, যোগাযোগ এবং পর্যটনের বিকাশের দাবী জানিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।

উক্ত মানববন্ধন শেরপুর জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার নারি ও পুরুষরা ন্যায্য অধিকার আদায়ে অংশগ্রহন করেন।

উল্লেখ্য, স্বাধীনতা ৫৪বছরেও শেরপুর জেলায় কাংখিত দৃশ্যমান তেমন উন্নয়ন না হওয়ায় শেরপুর প্রেসক্লাবের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories