টেকনাফে বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টে বহাল রেখেছেন মহামান্য আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ মে) প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আগামী ৭ কর্মদিবসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। ঘটনার পর ওসি প্রদীপসহ একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হলে তদন্ত ও বিচার কার্যক্রমের পর প্রদীপকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।
আজকের এই রায়ে দেশের বিচার বিভাগে আরেকটি নজির স্থাপিত হলো বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
Leave a Reply