নন্দীগ্রামে জবর দখলে বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর
শেখ ফরিদ স্টাফ রিপোটার ঃ
বগুড়ার নন্দীগ্রামে জমির দখল নেয়াকে কেন্দ্র করে মা ও দুই মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের নিরুদ্ধে। জরুরি আইনি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করেন থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং ইউনিয়নের আইল পুনিয়া গ্রামে। ঘটনায় আহতরা হলেন, আইল পুনিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের বিধবা স্ত্রী তাহেবা বানু, মেয়ে সাবিনা খাতুন ও রিনা খাতুন। মারধরে গুরুতর আহত তাহেরা বানু বিজরুল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্তরা হলেন, আইল পুনিয়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান, মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুর রহমান, আব্দুল মান্নানের বিয়াই ফটিক মিয়া এবং আব্দুল মান্নানের ছেলে বাবু মিয়া।
প্রাপ্ততথ্যে জানা গেছে, গত সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০টার সময় অভিযুক্তরা আইল পুনিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে সাবিনা খাতুনের ১৬ শতক জমি বেড়া দিয়ে জবর দখলের চেষ্টা করছিলেন। এসময় জমিটির মালিক সাবিনা খাতুনের মা বাধা দিতে গেলে তাকে মারধর শুরু করেন অভিযুক্তরা। মাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হোন জমির মালিক সাবিনা খাতুন সহ ছোট বোন রিনা খাতুন। সে সময় সাবিনা খাতুন তাদের হাত পালিয়ে সরকারি জরুরি আইনি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী জমির মালিক সাবিনা খাতুন সাংবাদিকদের বলেন, সিংজানী মৌজায় ১৫৮৪/১৫৮৫/১৫৮৬ দাগে আমাদের ১৬ শতক জায়গার সাথে অভিযুক্তদের ৩ শতক জায়গা রয়েছে। ঘটনার দিন অভিযুক্তরা তাদের ৩ শতক জায়গার সাথে আমার ১৬ শতক জায়গাও বেড়া দিয়ে দখল নিচ্ছিলো। তাদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছি। বহুদিন ধরেই উক্ত জায়গাটি দলখের ষড়যন্ত্র করছে অভিযুক্তরা।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।