পিপলু মারমা, বান্দরবান:
বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অদ্য (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা শহরের স্টেডিয়ামে শুরু হয়। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, বান্দরবান সেনা সদর জোন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর, নাফিউ সিদ্দিকী নোমান, মেজর ইয়াসিন আজিজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন—লে. কর্নেল মাহমুদুল হাসান,“ক্রীড়া মানুষের মনন, দেহ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রতিযোগিতা বান্দরবানের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেবে বলে আমি আশাবাদী।”
এসময় সেনা কর্মকর্তারা বলেন—
“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা ও দলবদ্ধ ভাবে কাজ করার শিক্ষা দেয়। এ আয়োজনের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সবাই মিলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুহালং একাদশ ও সাঙ্গু বয়েজ ক্লাপ। ১-০ গোলে সাঙ্গু বয়েজ’কে পরাজিত করে। এ টুর্নামেন্টটি তে স্থানীয় বান্দরবান সদর উপজেলা পর্যায়ের মোট ১০টি দল অংশ গ্রহন করছেন।
এছাড়া জেলার রুমা,থানচি,রোয়াংছড়ি উপজেলায় ও এ টুর্নামেন্টটি চলমান আছে। পর্যায় ক্রমে জেলার অন্যান্য উপজেলা গুলোতেও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর কর্মকর্তারা জানান।
উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় ক্রীড়ামোদী মানুষ এতে অংশগ্রহণ করে খেলোয়াড়দের উৎসাহিত করেন।