মোঃ খান সোহেল নেত্রকোনো প্রতিনিধি
নেত্রকোনায় শাহ সুলতান কলেজে ম্যানেজিং কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠাননে নেত্রকোনার মদনপুর শাহ সুলতান (রঃ) ডিগ্রী মহাবিদ্যালয়ের নবগঠিত গভর্ণিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির এডহক সভাপতি তাজউদ্দিন ফারাস সেন্টুকে সম্প্রতি নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবগঠিত ম্যানেজিং কমিটির সফলতা কামনা করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ও গুণগত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগীতা করার আহ্বান জানান।
এ সময় কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, উপাধ্যক্ষ শাহ আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও যোগ দেন।