উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় পালংখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, চাইল্ড ফোরাম, ইউথ ফোরাম, ভিজিল্যান্স টিম, কমিউনিটি লিডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর জয়শ্রী পিউরিফিকেশন, মুবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্রেংথেনিং অফিসার মিতু সরকার পাপিয়া এবং মাইকেল মন্ডল উপস্থিত ছিলেন। সভায় “বাল্যবিবাহ মুক্ত প্রি-ইউনিয়ন” ঘোষণার লক্ষ্যে নানা কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস হাবিবা জাহান।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু সামাজিক সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়নের বড় অন্তরায়। কিশোর-কিশোরীদের পড়াশোনা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় এই অপসংস্কৃতি। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা সাইফুল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী ও গ্রাম পুলিশ।
আলোচনায় অভিভাবকদের সচেতন করা, কিশোর-কিশোরীদের বিদ্যালয়ে ধরে রাখা, আইন প্রয়োগ জোরদার করা এবং গ্রামীণ পর্যায়ে কমিটিকে সক্রিয় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।