June 22, 2025, 2:22 am

কালিহাতীর নবাগত ওসির সাথে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Wednesday, May 14, 2025
  • 103 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেনের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই মে) রাত ৮টায় কালিহাতী থানা চত্বরে ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, মোঃ মাজেদুল ইসলাম, প্রভাত চন্দ্র দত্ত, বাবলু মিয়া প্রমুখ।

সভায় নবাগত ওসি মোহাম্মদ  জাকির হোসেন বলেন, “কালিহাতী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করি। তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রশাসনের কাজকে গতিশীল করে তোলে। আমি চাই পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকুক।”

উল্লেখ্য, গত ১০ই মে কালিহাতী থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া একই জেলার সখীপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি হন। একই দিনে সখীপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন কালিহাতীতে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

ওসি মোহাম্মদ জাকির হোসেন এর আগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে টাঙ্গাইল জেলার গোপালপুর ও মির্জাপুর থানায় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভোটার হলেও তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়। দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “টাঙ্গাইলবাসী অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”

এ মতবিনিময় সভাটি পুলিশ-সাংবাদিক পারস্পরিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories