মো: রেজাউল করিম রাজু,স্টাফ রিপোর্টার,ঢাকা:
আজ ১০ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে “উপজেলা অফিসার কনফারেন্স” অনুষ্ঠিত হয়। এসময়ে সদরদপ্তর কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দেশের সকল রেঞ্জ কমান্ডার, ব্যাটালিয়ন অধিনায়ক, জেলা কমান্ড্যান্ট, জোন অধিনায়ক ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম অ্যাপ’-এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেন।
কমান্ড কনফারেন্সে মহাপরিচালক মহোদয় বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের শুধুমাত্র গতানুগতিক পূজা ও নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমের প্রচলিত ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে বাহিনীর সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামো শক্তিশালীকরণে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। উপজেলা আনসার ভিডিপির অভিভাবক হিসেবে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের তৃণমূল পর্যায়ের সদস্যদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করার নির্দেশনা প্রদান করেন তিনি। বিশেষভাবে প্লাটুনভুক্ত সদস্যদের সংখ্যা, সুযোগ-সুবিধা, আন্তরিকতা ও সম্প্রীতি সৃষ্টির বিষয়ে কার্যকর পদ্ধতি গ্রহণের পরামর্শ প্রদান করেন। প্লাটুনের সদস্য সংখ্যা কম থাকলে তা অনুসন্ধানপূর্বক দ্রুত সদর দপ্তরে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেন।
বাহিনীপ্রধান “সঞ্জীবনী প্রজেক্ট” এর সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন এবং সামাজিক অপরাধ ও অবক্ষয় কঠোর হাতে দমন করতে প্লাটুনভুক্ত সদস্যদের দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান। প্লাটুনভুক্ত সদস্যদের রুটিন ডিউটির প্রতি বিশেষ নজর রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত রাখতে নির্দেশনা প্রদান করেন বাহিনীর মহাপরিচালক মহোদয়।
“দশের লাঠি একের বোঝা”—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ভিডিপি সদস্যদের দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান বাহিনীপ্রধান।