পিপলু মারমা,বান্দরবান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের নবায়ন কর্মসূচী বাস্তবায়ন লক্ষে শুক্রবার নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোডাউন শেষে এক বিশাল জনসভায় সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণমুখী রাজনৈতিক দল। দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড কোনো ভাবেই বরদাস্ত করা হবে না।”
তিনি জানান, যারা ব্যক্তিগত স্বার্থে দলের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায় বা প্রভাব বিস্তারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেতা কর্মীদের এ সমস্ত কাজ কারবার যেই করুক সজাগ থাকার আহ্বান করেন।
তিনি আরও বলেন, “বান্দরবানে বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছে। আমরা চাই আমাদের নেতা কর্মীরা সততা, শৃঙ্খলা ও দলীয় নীতিমালা মেনে চলুক। যে কোনো প্রকার টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং থাকবে না।”
তিনি আরো বলেন, গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসনের লোকজনকে এ কাজে সহযোগিতা চাই। শুধু বীর বাহাদুরের বিরুদ্ধে ১২৭৩ কোটি টাকার মামলা করলে হবে না। তার কৃপায় বেড়ে ওঠা আওয়ামী দোসরদের ও আইনের আওতায় এনে বিচার করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান—জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, আন্দোলনকে বেগবান করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার জন্য।
এ সময় অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা আইয়ুব খান, নাইক্ষ্যংছড়ি বিএনপি সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ ছুট্ট, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছ, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম বান্ডু, ঘুমধুম ইউনিয়ন নেতা মৌলানা নুরুল হাসান আজাদ, দৌছড়ি নেতা খোকন আকবর, উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল, ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক প্রমূখ।
নাইক্ষ্যছড়ি থেকে ফেরার পথে আরো লামা৷ উপজেলায় ফাইতং ইউনিয়নের বিশাল এক সদস্য সংগ্যহ ও নবায়ন অনুস্থানে উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি কালে জেলা বিএনপি সদস্য সচিব জনাব জাবেদ রেজা তার অক্লান্ত পরিশ্রম মেধা কার্যকরী ভুমিকার ফলে বান্দরবান জেলা বিএনপি অতীতের তুলনায় অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।