June 22, 2025, 3:01 am

ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

Reporter Name
  • Update Time : Tuesday, May 13, 2025
  • 63 Time View

নুরুল আলম,নিজস্ব প্রতিবেদক, উখিয়া

কক্সবাজার, ১৩ মে ২০২৫, মঙ্গলবার:
উখিয়া উপজেলায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ঢাকাস্থ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র দূতাবাসের দুটি পৃথক প্রতিনিধি দল।

ডেনমার্ক প্রতিনিধি দলের পরিদর্শন
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক দলনেত্রী লোন থোরুপ-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শিবির-০৯ এবং শিবির-০৮ (পশ্চিম) পরিদর্শন করেন।

তারা প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করে সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দলটি শিবির-০৯-এর সি/০৯ ব্লকে অবস্থিত মুক্তি কক্সবাজার কর্তৃক পরিচালিত দুটি নারী সহায়ক কেন্দ্র, যার মধ্যে একটি নারীবান্ধব কেন্দ্র (WFS) রয়েছে, ঘুরে দেখেন। এই কেন্দ্রগুলো জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের পরিদর্শন
একই দিনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিডনি স্কভ-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দল শিবির-১ (পূর্ব), শিবির-০২ (পশ্চিম), শিবির-০৮ (পশ্চিম), শিবির-১১ ও শিবির-১৮ পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি শিবির-১১-তে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ইলেকট্রনিক ভাউচার বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর তারা ইউএনএফপিএ-এর সহায়তায় আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) পরিচালিত পুষ্টি কেন্দ্র এবং শিবির-১৮-তে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনের উপসংহার
উভয় প্রতিনিধি দল তাদের নির্ধারিত পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার শহরের উদ্দেশে যাত্রা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories