শওকত আলম:– কক্সবাজার,
১৩ মে মঙ্গলবার সন্ধায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত ছাত্র জনতার উদ্যোগে অনুষ্ঠিত হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন। এতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা।
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে সকলে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং জাতীয় মূল্যবোধ জাগ্রত করতেই এ আয়োজন। তাদের মতে, জাতির প্রতি সম্মান জানাতে এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “জাতীয় সংগীত গাইতে গাইতে আমরা দেশের জন্য গর্ব অনুভব করি। এটি আমাদের একতাবদ্ধ করে।”
সরল আয়োজন হলেও ছিল হৃদয়ের আবেগ আর দেশমাতৃকার প্রতি ভালোবাসা। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই আয়োজনটি সম্পন্ন হয় ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।
শহীদ মিনার প্রাঙ্গণে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply