শওকত আলম : ককসবাজার।
কক্সবাজার জেলার পোকখালী ইউনিয়নের আওতাধীন মধ্যম পোকখালী উত্তর পাড়া সুইচ গেইট প্রকল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় একটি নতুন ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে হাত তোলা ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদিন, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সালা উদ্দিন কাদের। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলমগীর ও মোবারক হোসেন, এবং নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মহিলা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবিয়া আকতার।
উল্লেখ্য, এই কমিটি সংশ্লিষ্ট প্রকল্প এলাকায় পানি ব্যবস্থাপনা, অবকাঠামোগত কার্যক্রম এবং স্থানীয় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply