নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কালারমারছড়া ৭ নম্বর ওয়ার্ডের ফকিরঝুম পাড়ার হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ রুবেলের ছয় বছরের মেয়ে নুসরাত জান্নাত তাওসি এক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। তার বুকের হাড়ের মাঝে ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে জরুরি অপারেশন প্রয়োজন, যার খরচ প্রায় ২ থেকে ৩ লাখ টাকা।
অভাব-অনটনের সংসারে এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা রুবেল ও তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অথচ সময়মতো অপারেশন না হলে ছোট্ট তাওসিকে বাঁচানো যাবে না।
তাওসির চিকিৎসার জন্য সবার সহানুভূতি ও সাহায্য কামনা করেছেন তার পরিবার। সাহায্য পাঠানোর জন্য মোহাম্মদ রুবেলের বিকাশ নম্বর: 01826805170।
একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে আমাদের সকলের পাশে দাঁড়ানো জরুরি।
Leave a Reply