শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
Headline :
বান্দরবানে রুমায় সেপ্রু মৌজায় তিন বছর ধরে হেডম্যান নেই: প্রশাসনের পুনরায় মাঠপর্যায়ে কার্যক্রম শুরু রোহিঙ্গা ও উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে বৈশ্বিক সংহতির আহ্বান হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম কালিহাতীতে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত মতিনের সাথে দিনরাত জনসংযোগ উখিয়ায় আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান। দুর্গাপুরে চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত শেরপুর শ্রীবরদীতে কাঠবোঝাই ভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু দুই নারীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সবুজ আন্দোলন নারী পরিষদ পাহাড়ে পিসিপি জেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন মুক্তি কক্‌সবাজার কর্তৃক বাস্তবায়িত “GGE2.0” প্রকল্পের বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা (DIP) প্রস্তুতি কর্মশালা Pubali Bank PLC. Chittagong Principal office recently organized ADC Business Review Meeting

কক্সবাজারে SDI-এর ৩২ বছরের মাইলফলক উদযাপন ও AGM ২০২৫ অনুষ্ঠিত।

কক্সবাজার প্রতিনিধি:

সোশ্যাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই)-এর ৩২ বছর পূর্তি উৎসব এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে।

উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মো: আবুল হোসেন, চেয়ারম্যান, এসডিআই ও উপাচার্য, গণ বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. গোলাম মোস্তফা, এম. এম. মোস্তফা বিলাল, আবুল কালাম আজাদ, মঞ্জুর মোরশেদ এবং তাপস কুমার রায়।স্বাগত বক্তব্য রাখেন পরিচালক সোহেলিয়া নাজনীন হক। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।
সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এইচআরএম) রুবাইয়া আফরোজ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।

২০২৪-২০২৫ অর্থবছরে ১,২৩২ কোটি টাকা ঋণ বিতরণ এবং ৮০১ কোটি টাকা ঋণস্থিতি অর্জিত হয়েছে।
প্রায় ১,৮৪,০৭৮ জন উপকারভোগীকে ৭ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পদ ও প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের ঘোষণাপত্র হলো “Invention and Sustainable Growth of SDI Family-2026”।
এ বছর ১,৮০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তৃণমূল সদস্যদের সঞ্চয় লক্ষ্য ধরা হয়েছে ৫৫৩ কোটি টাকা।
মোট শাখা সংখ্যা বাড়বে ১৬৪-এ এবং সদস্য সংখ্যা দাঁড়াবে ২,৫৯,২২৭ জনে।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়ে বাংলা লোকনৃত্যের মাধ্যমে এবং শেষ হয় পাহাড়ি নৃত্যের পরিবেশনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page