উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় কিশোর কিশোরীদের সুরক্ষা ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক এওয়ার্ড সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজা পাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির শাহেদুল ইসলাম রোমান। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সুপারভাইজার, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব, জনপ্রতিনিধি ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতসহ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পুরস্কার বিতরণ করা হয়