(ঝিনাইগাতি উপজেলা প্রতিনিধি)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতি বাজারে (২৩ জুলাই ২০২৫) লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এই প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। দিনব্যাপী তিনি বাজারের দোকানদার ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাবিসমূহের গুরুত্ব তুলে ধরেন।
প্রচারকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই আগ্রহ নিয়ে ৩১ দফার বিষয়বস্তু পড়েন এবং জাতীয় রাজনীতিতে এ ধরনের দাবি প্রচারের উদ্যোগকে স্বাগত জানান।
এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বলেন,
“এই ৩১ দফা কেবল বিএনপির নয়, এটি দেশের সাধারণ মানুষের অধিকার ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
প্রচারণাকালে বাজারজুড়ে লিফলেট হাতে দোকানদার ও সাধারণ মানুষের উপস্থিতি এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানান।