June 22, 2025, 2:05 am

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, May 13, 2025
  • 58 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি ও সন্ত্রাস দমনসহ সাম্প্রতিক সময়ে উদ্ভূত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, সেনাবাহিনীর টাঙ্গাইল অঞ্চলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসের উদ্দিন খান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতন ভূমিকা অপরিহার্য বলে মত দেন। এছাড়া ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও সামাজিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories