পিপলু মারমা, বান্দরবান:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বান্দরবানের রুমা উপজেলার বাসিন্দা, সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর আজ রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত শিক্ষার্থীর নাম এখনো উক্যসাইন মৃত্যুতে রুমা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সাধারণ মানুষ তার অকাল মৃত্যুকে ‘ভবিষ্যৎ হারানোর বেদনা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, “সে ছিল অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাপূর্ণ এক শিক্ষার্থী। তার এভাবে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
রুমা উপজেলা পরিষদ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিহত শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানিয়ে শোক বার্তা দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকেও জানানো হয়েছে, “এটি শুধু একটি পরিবারের নয়, পুরো রুমা উপজেলার অপূরণীয় ক্ষতি।”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরায় ঘটে যাওয়া একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত ও নিহত হয় যাদের মধ্যে এই শিক্ষার্থী ছিলেন সবচেয়ে গুরুতর অবস্থায়।
নিহতের মরদেহ তার দাদুর বাড়ি বাংগালহালিয়া, রাজস্থলি, রাংগামাটি এলাকা নিয়ে আসার প্রস্তুতি চলছে।