পিপলু মারমা, বান্দরবান:
ঢাকা, ২১ জুলাই — রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছে রুমা উপজেলার এক শিক্ষার্থী। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে উত্তরার ১২ নম্বর সেক্টরের পাশের একটি প্রশিক্ষণ বিমান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলের ভবনে পড়ে যায়। এ সময় বিস্ফোরণ ও আগুন ধরে গেলে পাশে থাকা বেশ কয়েক জন ছাত্র ও অভিভাবক দগ্ধ হন। এর মধ্যে মাইলস্টোন কলেজে পড়ুয়া রুমা উপজেলার ছাত্রটি মারাত্মকভাবে পুড়ে যায়।
আহত শিক্ষার্থীর নাম উক্যছেন মারমা পিতা : উসাইমং মারমা,মাতা : ডিজিপ্রু মারমা, পলি পাড়া, রুমা সদর। জানা গেছে, সে বান্দরবানের রুমা উপজেলার বাসিন্দা এবং ঢাকায় থেকে লেখাপড়া করছিল।
চিকিৎসকরা জানান, তার শরীরের ৮০ শতাংশের বেশি অংশ দগ্ধ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় পুরো রুমা উপজেলায় উদ্বেগ প্রকাশ করেছে।আহত শিক্ষার্থীর পরিবার ও বন্ধুবান্ধব তার দ্রুত আরোগ্য কামনা করছেন। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।