উখিয়া থেকে, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় প্রায় ছয় বছর আগে অপহরণের শিকার এক কিশোরী সম্প্রতি পরিবারের কাছে ফিরে এসেছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের শামশুল আলম উখিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ১২ আগস্ট বিকেলে তার কন্যা (তখন বয়স ৮ বছর) বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে শীলেরছড়া মন্দির সংলগ্ন রাস্তায় পৌঁছালে অভিযুক্ত ছেনুয়ারা, বাবু, মোবারক ও হালিমা তাকে অপহরণ করে একটি টমটমে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে মোবারকের বাড়িতে আটকে রেখে হোয়াইক্যংয়ের লাতুরীখোলা এলাকায় গৃহকর্মে নিয়োজিত করা হয়।
সেখানে কিশোরীকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়। শেষ পর্যন্ত কিশোরী কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসে। ঘটনার প্রায় ছয় বছর পর মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পেরে থানায় অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ভিকটিমের নিখোঁজ হওয়ার সময় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৭৪, তারিখ-১৭/০৮/২০১৯) করা হয়েছিল।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ০৬ নং ওয়ার্ডের মেম্বার জানান বিষয়টি আমি শুনেছি,ইহা সত্য যে এরকম একটি অপহরন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভিকটিমের পরিবার।
অভিযুক্ত ছেনুয়ারা বেগম,স্বামী-মিয়া হোছন এর মা নিশ্চিত করেন তার ছেলে হাবিব উল্লাহ প্রকাশ মোবারক এর দোষ বলে স্বাকীর করেন।
এ বিষয়ে কক্সবাজারের উখিয়া থানার ওসি আরিফ হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
Leave a Reply