মো: হাসান,নিজস্ব প্রতিবেদক:
সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল আলম জাইদ্যা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে বিএনপিকে কটাক্ষ করে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। এসব স্ট্যাটাসে বিএনপির বিরুদ্ধে অবমাননাকর ও সম্মানহানিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জাহিদুল আলম সম্প্রতি একটি স্ট্যাটাসে বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ড. আসিফ নজরুলকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর এজেন্ট বলেও উল্লেখ করেন। এতে শুধু ব্যক্তি নয়, বরং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতা’ নামে একটি সংগঠন এক বিবৃতিতে জাহিদুল আলমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এদিকে, জাহিদুল আলমের বিরুদ্ধে সম্প্রতি ‘কক্স টিভি’ একটি তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তার বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরা হয়। কক্স টিভির এ সংবাদে উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির বহু নেতাকর্মী কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।
এ নিয়ে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও নৈতিক দায়িত্ববোধ থেকে সোচ্চার হয়ে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করছেন।
Leave a Reply