June 22, 2025, 2:53 am

শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান 

Reporter Name
  • Update Time : Monday, May 12, 2025
  • 26 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেছেন মহফুজুর রহমান। 

দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারণা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দ্রে জোরালো ভাবে লবিং চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান সম্মানিত উপদেষ্টা তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য  ক্যালিফরনিয়া বিএনপি,মার্কিন যুক্তরাষ্ট্র শেরপুর -৩,শ্রীবরদি – ঝিনাইগাতী নির্বাচিত এলাকার  বিএনপির মনোনয়ন প্রত্যাশী। 

মাহফুজুর রহমান বিভিন্ন সময় গরিব ও অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেছেন তিনি  দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধিকে বলেন  শেরপুর-৩ আসনটি স্বাধীনতার পরবর্তীতে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিলো, সেই অনুপাতে কাংক্ষিত লক্ষ অর্জিত হয়নি। 

যখন যে ক্ষমতা পেয়েছে, এলাকার উন্নয়নের নামে তখন সে নিজের ও তার স্বজনদের অবস্থার পরিবর্তন করেছেন। পিছিয়ে পড়া এই আসনটি সবসময় পিছিয়েই রয়েছে। দুটি উপজেলাতেই  কাংখিত তেমন কোন উন্নয়ন হয়নি। তিনি আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় আমাকে যদি শেরপুর-৩ আসনের জন্য মনোনিত করেন, তাহলে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, দুই উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি উপহার দেয়া সহ শেরপুর-৩ আসনকে একটি মডেল আসন হিসেবে দাড় করাবো। 

যাহা স্বাধীনতার ৫৪ বছরধরে এই আসনের আপামর জনসাধারণ স্বপ্ন দেখে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories