রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, প্রাণিসম্পদ অফিসার ডা. শাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার জামাল হোসেন, উপজেলা বিএপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিম, মুখপাত্র তাপসী রাবেয়া ত্বোয়াসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ।