June 22, 2025, 1:55 am

কুড়িগ্রামে নবীবর গ্রুপের  মারপিটের শিকার হয়ে শিশু ও বৃদ্ধসহ ৭ জন গুরুতর আহত

Reporter Name
  • Update Time : Saturday, May 10, 2025
  • 57 Time View

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের  ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর  সপপাড়া গ্রামের নবিবর গং প্রভাবশালীর হাতে এক অসহায় পরিবার মারপিটের স্বীকার হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায়।  অর্থের অভাবে ১ বছরে শিশুসহ বৃদ্ধের সুচিকিৎসা মিলছে না। এমতাবস্থায়  হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবার 

জানা যায় আনোয়ার ও কাসেম আলী  সপপাড়া গ্রামের মাহাম্মদ আলীর নিকট  ৮ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয় সূত্রে আনোয়ার ও কাসেম আলী নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের করতে গেলে হঠাৎ নবিবর ও গং তাঁদের উপর সন্ত্রাসী হামলা চালায়।তাঁদের হামলার হাত থেকে রক্ষা পায়নি ১ বছরের শিশু ফাহামিদা ও ১২ বছরের শিশু কামরুন্নাহার সহ অসহায় পরিবারের ৭ জন। 

সুএ মতে জানা যায়  নবিবর  ও হবিবর একই গ্রামের মাহাম্মদ আলীর নিকট  থেকে ২ শতাংশ জমি ক্রয় করেন ভোগ দখল করে আসিতেছেন।

কিন্তু নবিবর ও হবিবর জোরপূর্বক আনোয়ার ও কাসেম আলী কাছে আবারো জমি চায়। এতে অস্বীকার করলে গত ৮ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় তাঁদের উপর এ সন্ত্রাসী হামলার বর্বরতা চালায়। 

তাঁদের বর্বরতায় হামলা চলাকালে এলাকাবাসী ৯৯৯ অবগত করলে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন  তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা গেছে। 

এবিষয়ে সপপাড়া গ্রামের আমিনুল কোম্পানী, ব্যবসায়ী সিদ্দিক, ব্যবসায়ী হাছেন আলী,  আহাম্মদ সহ এলাকার অনেকের সঙ্গে কথা হলে বলেন এটি একটি সম্পূর্ণ বেআইনী ও  ন্যাকারজনক ঘটনা। তারা দাবি করেন এই হামলাকারীরা হচ্ছে নবিবর, হবিবর,মিজানুর, মাহাবুর, নুর আলম। 

ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, আমি নিজেই ওই এলাকায় সালিশ করে সীমানা নির্ধারণ করে এসেছি। কিন্তু  নবিবর গ্রুপ ওই শালিস  অমান্য করে   এই অসহায় পরিবারের উপর যে বর্বর রচিত হামলা চালায় আমি এর নিন্দা জানাই পাশাপাশি প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories