মো: নাসির উদ্দিন,রামু (কক্সবাজার)থকে:
অত্র থোয়াইংগাকাটা এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন মহল থোয়াইংগাকাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হিসেবে এলাকার গর্বিত সন্তান, সুপরিচিত ধর্মীয় আলোচক ও হাফেজে কুরআন মাওলানা নুরুল আলম (হাফি:)-কে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন।
জানা যায়, মাওলানা নুরুল আলম একজন বিজ্ঞ আলেম, যিনি দীর্ঘদিন ধরে ইসলাম প্রচারে নিয়োজিত। তাঁর কণ্ঠে কুরআন তিলাওয়াত, জুমার খুতবা ও ধর্মীয় আলোচনায় রয়েছে অতুলনীয় আবেদন। ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এলাকাবাসীর মাঝে বিশেষ আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
স্থানীয় মুরুব্বী ও মসজিদের নিয়মিত নামাজিরা বলেন, “মাওলানা নুরুল আলম একজন সৎ, নিষ্ঠাবান ও শালীন চরিত্রের মানুষ। তিনি কুরআন-হাদীসের গভীর জ্ঞান রাখেন এবং সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় তাঁর অবদান প্রশংসনীয়।” তাঁরা আরও জানান, বর্তমানে খতীবের পদটি শূন্য থাকায় মসজিদের ধর্মীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় একজন যোগ্য, অভিজ্ঞ ও জনমনে গ্রহণযোগ্য আলেমকে দায়িত্ব দেওয়া অত্যন্ত জরুরি।
স্থানীয় যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাওলানা নুরুল আলমকে খতীব হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একমত পোষণ করেছেন। তাঁদের মতে, নিজ এলাকার একজন আলেম এই দায়িত্বে থাকলে ধর্মীয় দিক থেকে যেমন কল্যাণ হবে, তেমনি সামাজিক সচেতনতাও বাড়বে।
তারা আশা প্রকাশ করেন, মসজিদ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসন স্থানীয় মুসল্লিদের মতামতকে গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং অচিরেই মাওলানা নুরুল আলমকে খতীব হিসেবে নিয়োগ দিয়ে মসজিদের ধর্মীয় কর্মকাণ্ডকে গতিশীল করবেন।